anger_metallist has added a photo to the pool:
ছবিটা আপলোড করতে ৪/৫ দিন দেরি হয়ে গেল ... ভাষার ব্যাপার,ঠিক বুঝিনা। বাংলায় লিখতেসি এই ডেস্ক্রিপশন, ইংরেজীতে লিখতে গেলে কেউ যদি বলে বসে আবার শহীদ মীনার এর ছবি, তার সাথে আবার বিজাতীয় ভাষা, তোমার সাহস তো কম না!
হক কথা।
কথার বারণ। কারন আমাদের কথা বলতে মানা করসিলো যেই ভাষায় কথা বলতেসি সেই ভাষায়। আরো অনেক ইতিহাস আসে, আমরা সবাই তা জানি ... হুমম, সত্যি কি তাই? মাত্র কয়দিন আগে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, কয়েকজনকে জিজ্ঞাসা করা হচ্ছে ২১ ফেব্রুয়ারী সম্পর্কে,আর তাদের কি উত্তর! কোথায় আছি আমরা? এতো এলিয়েনেটেড কেন নিজ দেশের ইতিহাস থেকে? স্কুল কলেজের কথা বাদ দিলাম, এটা তো স্বাভাবিক একটা জ্ঞ্যান। রেগে গেসিলাম, হাসিও পাচ্ছিলো ... মনে পড়লো সঞ্জীব চট্টোপাধ্যায় এর উপন্যাসের কথা, রাখিস মা রসেবশে। সত্যিই, বাংলা মা আমার – আমাদিগকে তুমি রসেবশেই রাখিয়াছ।
আমার ভাস্তে আসিফ, ও লেভেল কমপ্লিট করার মধ্যে আছে আপাতত। ওকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে, আমার সবগুলো প্রশ্নের ঠিক ঠিক জবাব দিল। হ্যা, সে নিজের ইতিহাস জানে, তার স্কুল তাকে এইগুলা পড়াইসে। তার মানে তার সহপাঠীরাও জানে। সুতরাং, এই ব্যাপারগুলো তে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদেরকে স্টেরিওটাইপ করাটা পুরোপুরি পয়েন্টলেস। জাগো-র ব্যাপারটা নিয়ে তারা অলরেডী যথেস্ট বেইজ্জতি হইসে, কোন কারন ছাড়াই। কিন্তু আমার কথা হচ্ছে যারা এই আঙ্গুল গুলা তুলতেসেন তাদের প্রতি,"physician, heal thyself." ডাক্তার, আগে নিজের ব্যারাম সারো।
অনেক ইংরেজী কথা বলে ফেললাম, বাংলা হওয়ার কথা ছিলো যদিও। ক্ষমা চাইবোনা, ভাষা আমার অধিকার। আমি যেই ভাষায় ইচ্ছা সেই ভাষায় কথা বলবো। তোমার মগের মুল্লুকে আমাকে ভাষা গছায় দিতে পারবা না। গালি দিবা? ব্লগ লিখবা? লিখো। লিখতেই থাকো। দেশপ্রেম নিজের ভিতরে থাকে, অন্তরে থাকে। ওইটার জন্য জবাবদিহি করার ক্ষমতা তোমার নাই, আমার নাই, কারোই নাই। গালি দিয়ে আমারে চুপ করাইতে পারবা না, পাকিস্তানি দাদারা বন্দুক দিয়ে পারে নাই ... তুমি কোথাকার কোন নাটের গুরু?
(not to be taken as a hate speech)
No comments:
Post a Comment